চুয়াডাঙ্গা পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের উদ্যোগে বাস্তবায়ন করা হলো রাস্তা মেরামত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বায়েজিদ জোয়ারদার
অদ্য ৮ই আগস্ট ২৩ ইং রোজ মঙ্গলবার চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোট নিজ উদ্যোগে ঝুঁকিপূর্ণ্ রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেছে । চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের খেজুরা হতে গোপালনগর, পিরোজখালী যাওয়ার পাঁকা রাস্তার একস্থানে ৪/৫ ফিট গভীর গর্তের সৃস্টি হয়। এখানে যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। এই পথ দিয়ে প্রতিদিন শতশত মানুষ ও যানবাহন চলাচল করে । সকলেই যার যার মত এই স্থান দিয়ে সাবধানে চলাচল করে আসছে কিন্তু কেউ রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়নি। বিষয়টি পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোট সদস্যদের নজরে আসে এবং জেলা কৃষক জোটের সহ সভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দ্দারের নের্তৃত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট অভিযোগ করে দ্রুত মেরামতের অনুরোধ জানান। পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আলম মন্ডল এর মৌখিক সম্মতি ও আর্থিক সহয়তা নিয়ে কৃষক জোট নের্তৃবৃন্দ রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার, সম্পাদক লিটন হোসেন,আওয়ামীলীগ নেতা মাসুদ রানা স্বপন, জেলা কৃষক জোটের সহ-সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখা যুগ্ন আহবায়ক বীর পুত্র বায়েজিদ রহমান জোয়ার্দ্দার এবং রিসো’র ফিল্ড অফিসার মামুনুর রশিদ ও সাধন কুমার কর।
Leave a Reply