আজ মাননীয় প্রধানমন্ত্রী আরো ১২ জেলাকে গৃহীনমুক্ত ঘোষণা করেছেন। জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার দিঘলিয়া খুলনা। আজ মাননীয় প্রধানমন্ত্রী আরো ১২ জেলাকে গৃহীনমুক্ত ঘোষণা করেছেন, তার মাঝে আছে দিঘলিয়া উপজেলা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তার বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি সহ বাড়ি বিতরণ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২২ হাজার১০১টি বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে ১২জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪১ জেলায় আরো ১২৩ টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়। এর মাধ্যমে উপজেলার সংখ্যা হবে ৩৩৪ ও এই ১২জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়াবে ২১. দিঘলিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক গৃহহীন মুক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ , এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি জনাব নজরুল ইসলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হায়দার আলী মোড়ল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার ময়না, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, যেগুলা থানার ওসি রিপন প্রমুখ।
Leave a Reply