কুষ্টিয়ার ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবকলীগ এর আহ্বায়ক নিহত এলাকায় উত্তেজনা।
মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আজ ৯ই আগস্ট ২০২৩ইং.. কু্ষ্টিয়া ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সন্জয় প্রামানিক সকাল ৮.৪০ মিনিটের সময় ঢাকা হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যায়,
এই খবর পাওয়ার পর আওয়ামীলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ভেড়ামারা শহরে বিক্ষোভ করে এক পর্যায়ে বিভিন্ন যায়গায় অগ্নি সংযোগের ঘটনা ঘটে ভেড়ামারা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় বিক্ষুব্ধ নেতা কর্মীর সাথে সংঘর্ষ হয় এবং পুলিশ সদস্য কনস্টেবল রিয়াজুল সহ জাকির, শিপন, রিমন, আকাশ, পিয়াস, সুলতান, মাসূক ও আরও বেশ কয়েকজন আহত হয়, আহতরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।
উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেড়ামারা শহরে ডিবি পুলিশ সহ বিপুল সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের ব্যাপক তৎপরতা এখনো দৃশ্যমান রয়েছে, শহরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে, দোকানপাট বন্ধ রয়েছে জনজীবন বিপর্যস্ত।
গত ২রা আগস্ট ‘২৩’ এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে সন্জয় প্রামানিক আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মৃত্যু হয়।
Leave a Reply