চুয়াডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সাথে কৃষক জোটের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পতিনিধি
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১০ ই আগষ্ট ২৩ইং বৃহস্পতিবার বিকাল ৩•৩০ঘটিকায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সাথে কৃষক জোটের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো বাস্তবায়িত “কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ)” এর আওতায় অনুষ্ঠিত শেয়ারিং মিটিংয়ে সভাপতিত্ব করেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সভাপতি এ্যাড. রবিউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরিন বিন্তে আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসো চাষাবাদ প্রকল্প সমন্বয়কারী মসিয়ুর রহমান। তারপর চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষকের বিভিন্ন সমস্যা সমাধানের দাবী তুলে ধরে লিখিত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক আব্দুর মুকিত জোয়ার্দ্দার।
এরপর উপস্থিত কৃষক জোটের নেতৃবৃন্দ কৃষি সেক্টরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, এর মধ্যে অন্যতম- চুয়াডাঙ্গায় ফল সংরক্ষনের জন্য কোল্ড স্টোরেজ, লাইটেনিক এরেস্টারসহ বজ্রপাত আশ্রয়কেন্দ্র, অন্যান্য সারের পাশাপাশি পটাশ সারের মজুদ স্থিতিশীল রাখা, অতিরিক্ত সেচমূল্য আদায় বন্ধে মনিটরিং জোরদার করা ইত্যাদি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আমির হোসেন, সম্পাদক দোয়াল্লিন মোল্ল্যা, পদ্মবিলা ইউনিয়ন সভাপতি আব্দুল জব্বার, সম্পাদক লিটন হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোট সম্পাদক বিপ্লব হোসেন, কৃষক নেতা শামসুল আলম, কল্লোল বিশ^াস, হাজেরা বেগম প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে কৃষি অফিসার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষকের উন্নয়নে কাজ করার প্রতিশ্রæতি দেন এবং বলেন কৃষকের যেকোন সমস্যা নিয়ে কৃষি অফিসে আসলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে, তিনি কৃষক জোট নেতৃবৃন্দকে কৃষকের উন্নয়নে বেশী বেশী ভূমিকা রাখার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে শামীম ভূইয়া কৃষির গুরুত্ব তুলে ধরে বলেন কৃষির উন্নয়নে আমি সবসময় কৃষক জোটের পাশে আছি, যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসলে সাধ্যমত সহযোগিতা করবো। আপনাদের আজকের দাবীর মধ্যে আমি ২টি লাইটেনিক এরেস্টারসহ বজ্রপাত আশয়কেন্দ্র নির্মাণ করার প্রতিশ্রæতি দিচ্ছি। শেয়ারিং মিটিংয়ে উপজেলার আলুকদিয়া, শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাষাবাদ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শেখ আসমা হেনা চুমকি।
Leave a Reply