চুয়াডাঙ্গা সদর রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ছেলুন এমপি
চুয়াডাঙ্গা পতিনিধি :
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১২ ই আগষ্ট ২৩ ইং সকাল ১১•০০ ঘটিকায় চুয়াডাঙ্গাবাসীর দ্বীঘদিনের লালিত স্বপ্ন রেল বাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ।
দিনবদলের চুয়াডাঙ্গা জেলায় এবার
দুর্বার গতিতে ছুটবে উন্নয়নের চাকা ”
চুয়াডাঙ্গা একাডেমি মোড় হতে বাস টার্মিনালের পূর্বে মসজিদ পর্যন্ত রেলবাজার রেলওয়ে সুদীর্ঘ ওভারপাস নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন চুয়াডাঙ্গা জনপদের উন্নয়নের কবি মাটি ও মানুষের প্রিয় জননেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, মাহফুজুর রহমান মনজু, চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলা পরিষদ, জাহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র, পৌরসভা চুয়াডাঙ্গা, মুহাম্মদ মঞ্জুরুল করিম, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, চুয়াডাঙ্গা, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,সাবেক সফল মেয়র, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।
উল্লেখ প্রায় ৪১৯ মিটার দৈর্ঘ্যের এ ওভারপাস নির্মাণ চুক্তিমুল্য ধরা হয়েছে ৬৪ কোটি টাকা।ওভারপাসে১৩ টি স্প্যান থাকবে।প্রস্থ হবে সোয়া ১০ মিটার।আগামী ২৪ সালের ৩০ শে জুনের মধ্যে কাজ শেষ হবে।
ঠিকাদার প্রতিষ্টান হিসেবে কাজ করছে ঢাকার বনানীর ন্যাশনাল ডেভেলপমেন্ট ইন্জিনিয়ার্স লিমিটেড।
Leave a Reply