চুয়াডাঙ্গা জীবননগর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মহোদয়
চুয়াডাঙ্গা পতিনিধি
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জীবননগর থানা সরেজমিনে দ্বি-বার্ষিক পরিদর্শন করেন মোঃ হাসানুজ্জামান, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা।
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্)
অদ্য ১৯.০৮.২০২৩ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় জীবননগর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সগনের উদ্দেশ্যে অপরাধ দমনে নিয়মিতভাবে পুলিশী টহল, মাদক চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা দ্রুত নিস্পত্তি, নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সম্পন্নসহ পেশাদারিত্বের সাথে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জাকিয়া সুলতানা সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), এসএম জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গাসহ জীবননগর থানার অফিসার ফোর্সগণ।
Leave a Reply