২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও সকল খুনিদের বিচারের দাবীতে প্রতিবাদ র্যালী আলোচনাসভা ও দোয়া মাহফিল
মোঃ রেজাউল করিম.নবীনগর.ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ গতকাল ২১ আগষ্ট বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের উদ্যোগে গণিশাহ ( র ) মাজারে ২০০৪ সালে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সহ সকল খুনিদের বিচারের দাবীতে প্রতিবাদ র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী মহিলা লীগের আহবায়ক, সাবেক জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা নুরুন্নাহার বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অবিলম্বে ২১ আগষ্ট হামলার মাষ্টার মাইন্ড তারেক রহমান সহ সকল খুনিদের গ্রেপ্তার করতে হবে। বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি মিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লালমিয়া, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মাইনউদ্দিন আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সদস্য মোশারফ মাষ্টার, বড়িকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইছ মিয়া, শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম, ছাত্রলীগনেতা আমিরুল ইসলাম,ছাত্রলীগনেতা নূর মোহাম্মদ রমিজ, বড়িকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রিয়াজ ও রাছেল ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় করেন বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক জহিরুল হক মিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়া মহিলা লীগের সদস্য স্বপ্না বেগম, শিল্পী মেম্বার, কিসমত আরা মেম্বার, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আল আমিন মোজাহিদী ।
Leave a Reply