ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠকে মারধরের ঘটনার জের ধরে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। মাইকে ঘোষণা দিয়ে ব্যান্ডবাদ্য বাজিয়ে মারামারিতে জড়ায় হাজারো মানুষ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুই ঘণ্টা চলে সংঘর্ষ। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের বিরোধ মেটাতে কয়েকদিন আগে আজিমনগর ইউনিয়ন পরিষদে শালিস বৈঠক বসে। সেখানে পাত্রাইল গ্রামের কয়েকজন যুবক পুকুরপাড় গ্রামের ৪ জনকে মারধর করে। এর জের ধরে আজ সকালে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় আজিমনগর ও কালামৃর্ধা ইউনিয়নের লোকজন।
সংঘর্ষের আগে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।
Leave a Reply