চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় ১(এক) টি মিনি ট্রাক ও ৩(তিন) টি গরু এবং নগদ ৮০,০০০/- টাকা উদ্ধার|| আটক ১(এক) জন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাধীন আঠারোখাদা গ্রামস্থ আজিজুল হকের ছেলে মোঃ জিয়াউর রহমান আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, গত ১৪.০৮.২০২৩ খ্রি: নারায়নগঞ্জ জেলার কাঁচপুর এলাকা হতে মোঃ নাঈম (মালিক নাবিল এগ্রো) ঘটনার তারিখ ও সময়ের ২/৩ দিন পূর্বে আলমডাঙ্গা থানার বিভিন্ন ব্যাপারির কাছ থেকে ছোট-বড় মোট ৫(পাঁচ) টি গরু ক্রয় করেন, যার সর্বমোট মূল্য ১৭,৬০,০০০/- (সতের লক্ষ ষাট হাজার) টাকা। পরবর্তীতে গত ১৫/০৮/২৩ খ্রি: তারিখ একটি মিনি ট্রাক, যার রেজি: নং- ঢাকা মেট্রো-ন-১১-১৯৪২ তে করে গরুগুলো তাদের মালিকানাধীন নারায়নগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় অবস্থিত নাবিল এগ্রোতে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ বাজার হতে একই তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকায় গরু লোড করা ট্রাকটি গরুসহ মিসিং হয়।
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই(নিঃ) শেখ হাদীউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ২০/০৮/২৩ খ্রি: তারিখ হতে ২৪/০৮/২৩ খ্রি: তারিখের মধ্যে পাঁচটি গরুর মধ্যে ৩(তিন)টি গরু চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, হাটহাজারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার আমানত শাহ এলাকা হতে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে উদ্ধার করে এবং বাকি দুইটি ষাড় গরুর বাছুর বিক্রি হওয়ায় তার বিক্রয়লব্ধ ৮০,০০০/- (আশি হাজার) নগদ টাকা উদ্ধার করে। এ সংক্রান্তে মোঃ আজমল হোসাইন মাসুদ(৪৮), পিতা-মফিজুর রহমান, সাং-পূর্ব মুরাদপুর, থানা-সিতাকুন্ড, জেলা-চট্রগ্রামকে আটক করা হয়।
Leave a Reply