পটুয়াখালীতে মহাকাল নাট্য সম্প্রদায় তার ৪০ তম বর্ষপূর্তিতে মঞ্চায়িত করল ঐতিহাসিক নাটক শ্রাবন ট্রাজেডি
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
মহাকাল নাট্য সম্প্রদায় এর প্রতিষ্ঠার ৪০ বর্ষপূর্তিতে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে পটুয়াখালীতে মঞ্চায়িত হলো শোকের মাস আগস্টে মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’।
শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড নিয়ে ইতিহাস ভিত্তিক এ নাটকটি মঞ্চায়ন করা হয়। বছরব্যাপী অনুষ্ঠান উদযাপন পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে বিকাল সাড়ে পাঁচটায় প্রদর্শণীপূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান হাফিজ, পটুয়াখালী পৌরসভার মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত প্রমুখ। নাটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভুমিকায় অভিনয় করেন শিবলী সরকার । নাটকটি রচনা করেছেন আনন জামান ও নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন।
Leave a Reply