চুয়াডাঙ্গায় বিভাগীয় কমিশনার, খুলনা আগমন এবং দিনব্যাপী কর্মব্যস্ত সময় পার করেন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২৯ শে আগষ্ট ২৩ ইং বিকাল ২.৩০ ঘটিকায় মোঃ হেলাল মাহমুদ শরীফ, সম্মানিত বিভাগীয় কমিশনার, খুলনা সার্কিট হাউজ, চুয়াডাঙ্গায় আগমন করেন। এসময় জেলা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় জেলা পুলিশ, চুয়াডাঙ্গার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে উদ্বোধনের অপেক্ষায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক মহান মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্ট গ্যালারি পরিদর্শন করেন এবং গ্যালারিটি নির্মাণের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিকাল ০৪:০০ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের সকল দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকমণ্ডলী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভার আগে সম্মানিত বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন।
Leave a Reply