পটুয়াখালীতে ভোলার গ্যাস রক্ষা নাগরিক আন্দোলন কমিটি গঠন
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি ,পটুয়াখালীঃ
অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিনাঞ্চলের বরিশাল, পটুয়াখালী এবং বরগুনাসহ দক্ষিনাঞ্চলের কলকারখানা ও আবাসিক খাতে সংযোগের দাবী বাস্তবায়নে ভোলা গ্যাস রক্ষা দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন পটুয়াখালী ইউনিটের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় কলেজ রোডস্ত মহিলা পরিষদ কার্যালয়ে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা এর সভাপতিত্বে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে মোতালেব মোল্লাকে আহবায়ক, মুফতী সালাউদ্দিনকে যুগ্ম আহবায়ক ও জহিরুল ইসলাম সবুজকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিস্ট ভোলার গ্যাস রক্ষা দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন পটুয়াখালী ইউনিট’র আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম সদস্য সচিব সুভাষ চন্দ, যুগ্ম সদস্য সচিব মাহফুজা ইসলাম। সদস্যঃ শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, সাবরিনা শাহানাজ, আমিনুল ইসলাম সিরাজ, আবুল কালাম আজাদ, রুমা রানী দে, সমীর কর্মকার, মুস্তাফিজুর রহমান মিলন, জালাল আহমেদ, আবু আফফান, এস এম ফরিদ উদ্দিন, গোলাম সরোয়ার হোসেন খান, মাহাবুবুল আলম, গাজী হানিফ, গোলাম মোস্তফা আতিকুজ্জামান দিপু, ডাঃ মোঃ জাকির হোসেন, সুভাষ চন্দ্র নাগ, খলিলুর রহমান।
Leave a Reply