চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচের ৩য় বর্ষপূর্তিতে মিলনমেলা।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার দিঘলিয়া খুলনা।
“অন্তরাত্মার নিবিড় বন্ধনে, এসো মিলি একই প্রাণে” এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা এসএসসি-৯৮ ব্যাচের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) এর সামনে নদীর পাড়ে, স্বপ্ন নির্মাণ ডেভেলপমেন্ট ও কনস্ট্রাকশনের সহযোগীতায় এবং এস এস সি-৯৮ ব্যাচের চাঁদপুর সদর এডমিন আসাদুজ্জামান সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ ক্রিয়েটর মহাসিন মল্লিক, এডমিন সোনিয়া আলম দীপা, রাসেল মেহেদী, আব্দুস সাত্তার, নুরুন্নাহার ডলি, কাজী জিয়াউর রহমান, রনি শরীফ, মজিবুর রহমান, ইমন খান, কবির চৌধুরী, সালাম আজাদ জুয়েল, মামুন পাটোয়ারী, জসিম উদ্দিন, আবু বকর, নাজমুল হাসান সুমন, শ্যামল কান্তি পাল, তপু খান।
৯৮ ব্যাচ ঢাকার সহপাঠী কে আর রাজীবের নেতৃত্বে বনশ্রী গ্রুপের একাধিক বন্ধুরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও চাঁদপুর এস এস সি-৯৮ ব্যাচ সমাজ কল্যাণ সংস্থার বন্ধুরা সহ মোট ২৫০ জন ব্যাচ ম্যাটের উপস্থিতিতে দিনব্যাপী আনন্দ উল্লাসের শেষে বিকালে কেক কাটা এবং নৌকা ভ্রমণের মধ্য দিয়ে মিলন মেলা সম্পন্ন হয়।
Leave a Reply