আত্মহত্যা
————-
খুলনার জেলার, দিঘলিয়া উপজেলার, দিঘলিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ড দেয়াড়া কলোনিতে, লিলি আক্তার (১৯)নামক এক যুবতীর ফাঁস রত অবস্থায় ঝুলতে দেখতে পেয়ে সজনরা তাকে নিকটবর্তী দিঘলি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার দুর্লভ রায় তাকে মৃত ঘোষণা করে মৃত মিলি দেয়ার কলোনির সাত্তারের মেয়ে। স্বজনরা জানান পারিবারিক কলহের জেরে উক্ত ঘটনাটি ঘটে।উক্ত ঘটনাটি ঘটে ৮ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ।
হুসাইন মোহাম্মদ রাব্বি
বিশেষ প্রতিনিধি, মুক্তিযুদ্ধ টিভি
Leave a Reply