পটুয়াখালী জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির আনন্দ মিছিল
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালী জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির আনন্দ মিছিলে বিক্ষোভের স্লোগান দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার(০৮সেপ্টেম্বর) পটুয়াখালী বনানী এলাকার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে পৌরসভা মোড় পর্যন্ত গিয়ে আবারো একই স্থানে গিয়ে শেষ করে।
এসময় নব গঠিত জেলা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব মোঃ জাকারিয়া সাথে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোফাজ্জেল আলী খান দুলাল জেলা বিএনপির সদস্য ও সদ্য বিদায়ী জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জ্বল সহ অসংখ্য নেতা-কর্মীরা।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, আমাদের আনন্দের কিছু নেই। নিয়ম রক্ষার্থে আমরা এ মিছিল করেছি। আগামী কিছুদিনের মধ্যে এই যে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনা তথা মৌলিক অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশনা দেবেন ও কেন্দ্রীয় সংসদ আমাদের উপরে অর্পন করবেন সেই দায়িত্ব আমরা যথাযথ পালন করবো।
উল্লেখ্য ২০১৮ সালে পটুয়াখালী জেলা ছাত্রদলের কমিটি হওয়ার পরে গত ০৫ সেপ্টেম্বর দীর্ঘ ৫ বছর নতুন করে জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।
Leave a Reply