সুনামগঞ্জের দোয়ারাবাজারে বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রফিকুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তে বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ পর্যটন এলাকায় বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখলাছ উদ্দিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সড়কের টেবলাই বাজার এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।নিহত এখলাছ উদ্দিন ছাতক উপজেলার চর মহল্লা ইউনিয়নের মাধ্যমচর গ্রামের জাহির উদ্দিনের ছেলে।দূর্ঘটনায় অপর আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
পথচারীরা তাদেরকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। সেখানে যাওয়ার পর এখলাছ উদ্দিন মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ পর্যটন এলাকায় মোটরসাইকেলে চড়ে বেড়াতে যান তারা। বিকেলে বাড়ি ফেরার পথে দোয়ারাবাজার-বাংলাবাজার সড়কে টেবলাই বাজার এলাকায় দুটি মোটরসাইকে মুখামুখি সংঘর্ষ লেগে মর্মান্তিক দূর্ঘটনার শিকার হন তারা।
দোয়ারাবাজার থানার এসআই আসলাম হোসেন ও সম্রাজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply