মসজিদে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. এস্কেন্দার আলী (৭১) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নুরুল্লাপুর মাদরাসা গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এস্কেন্দার আলী উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মৃত কফিল উদ্দীন সরকারের ছেলে। আহত মোটরসাইকেলচালক মো. আনিছুর রহমান রকি (২৫) ভাদুরবটতলা গ্রামের টিপু সুলতানের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এস্কেন্দার আলী এশার নামাজ জামাতের সঙ্গে আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ধাক্কা দিলে উভয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ারপথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply