আশাশুনিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
দেবহাটা প্রতিনিধি: শামীম হোসেন
সাতক্ষীরার আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়ায় এ ঘটনা ঘটে।আশঙ্কাজনক অবস্থায় শিশু দুজনকে উদ্ধারের পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজন শিশুকেই মৃত্যু ঘোষণা করেন ।
এদের একজন কুড়িকাহুনিয়া গ্রামের আলম হাওলাদার ও হাসনা বানুর শিশু কন্যা আনিকা সুলতানা (০৪) অন্য শিশুটি হলো একই গ্রামের অহিদুল মোড়ল ও ফাতেমা খাতুনের কন্যা জান্নাতুল ফেরদৌস (০৫)। নিহত আনিকা সুলতানার পিতা অহিদুল মোড়ল জানান, আমাদের বাডির পাশের ওহিদ নামের একটি ছেলে বেলা ১২টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুকে ভাসতে দেখে আমাদেরকে খবর দেয় । আমি প্রথমে আনিকা সুলতানাকে পুকুর থেকে তুলে আনি।
এরপর আমার মেয়েকে পুকুরে খুঁজতে নামি এ সময় কুকুরের সিঁড়িতে ডুবে থাকা অবস্থায় আমার পায়ে মেয়ের স্পর্শ পাইলে আমি তাকে তুলে আনি। তাৎক্ষণিক তাদেরকে নিকটবর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply