নবীনগরে সাপের কামড়ে প্রাণ গেলো দশম শ্রেণীর ছাত্রীর
মোঃ রেজাউল করিম.
নবীনগর.ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের রাধানাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সোনিয়া আক্তার নামের এক ছাত্রীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬/৯) রাত ৮টায়। সে মজনু খানের মেয়ে।এই খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোনিয়া আক্তারের বাবা মজনু মিয়া বলেন, তার মেয়ে সোনিয়া ঘরের সোফায় বসে হাতে মেহেদী দিচ্ছিল। এসময় হঠাৎ এক বিষধর সাপ সোনিয়ার বাম পায়ে কামড় দিলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সোনিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, রাত সাড়ে ৯টার দিকে সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সোনিয়ার পায়ে সাপের দাঁতের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply