আজ পৃথিবীর জলবিষুব
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
আজ ২৩ শে সেপ্টেম্বর, জলবিষুব অর্থাৎ আজ পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান। সাধারণত ২৩ সেপ্টেম্বর তারিখটিতে (কখনও কখনও ২২ শে সেপ্টেম্বর) যখন বিষুব হয়, তখন উত্তর গোলার্ধে শরৎকাল চলে, তাই এই বিষুবকে জলবিষুব বা শরৎকালীন বিষুব (Autumnal Equinox) বলে। বিষুব (Equinox) শব্দটির অর্থ হল দিনরাত্রি সমান। আজকের দিনে সূর্য নিরক্ষরেখার ওপর মধ্যাহ্নে লম্বভাবে কিরণ দেয় এবং পৃথিবীর উত্তর ও দক্ষিণ – উভয় গোলার্ধে দিনরাত্রি প্রায় সমান হয়। বিষুবের সময়, সারা পৃথিবী জুড়ে দিনরাত্রি প্রায় সমান হয়। তবে সূর্যের কৌনিক আকার ও বায়ুমন্ডলের প্রতিসরণের কারণে তা একেবারে সমান সমান হয় না।
Leave a Reply