পটুয়াখালীতে ৪’শ বোতল ফেন্সিডিলসহ দুই জন আটক….
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীর দুমকিতে ৪শ পিস ফেনসিডিল, ফেনসিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) ও আলেয়া বেগম (৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ের সভা কক্ষে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম- পিপিএম) কর্তৃক এক প্রেসব্রিফিং সূত্রে জানাগেছে, গোয়েন্দা পুলিশের গোপন খবরে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই সম্বিত রায় এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২.১০ মিনিটের সময়ে জেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতানি গ্রামে মাদক ব্যবাসায়ী মোসাঃ আলেয়া বেগমের বাড়ির পশ্চিম পাশে কলাবাগানে চারজন লোক ফেনসিডিল কেনা-বেচার সময় মাদক ব্যবসায়ী মোসাঃ আলেয়া বেগম (৫৫) ও মোঃ মহসীন শেখ (৩৮) কে আটক করে। এ সময় উপস্থিত রিপন ও রাকিব নামে দুই জন পালিয়ে যায়। আটক আলেয়া ও মহসীনের স্বীকারোক্তি অনুযায়ী কলাবাগানে মাটিতে পুতে রাখা ৪’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় আটক দ্বয়ের কাছ থেকে ফেন্সিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকাও জব্ধ করা হয়েছে বলে পুলিশ সুপার মোঃ সইদুল ইসলাম নিশ্চিত করেন।
এ ব্যাপারে আটক আলেয়া বেগম ও মহসীন, পলাতক রিপন ও রাকিবকে আসামী করে দুমকি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে দুমকি থানার অফিসার্স ইন চার্জ তারেক মোঃ আব্দুল হান্নান জানান।মামলা নং -১১, তারিখ: ২৪.০৯.২০২৩ইং।
উক্ত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মমলা রয়েছে বলেও দুমকি থানার ওসি জানান।
প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা,সদর থানার ওসি মোঃ জসীম।
Leave a Reply