চুয়াডাঙ্গায় ডিঙ্গেদাহ দাখিল মাদ্রাসায় ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহাফিল আয়োজন করা হয়
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২৭ শে সেপ্টেম্বর ২০২৩ ইং বেলা ১২.৩০ সময় ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসা প্রঙ্গনে
সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ ১২ ই রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ, ঈদে এ-মিলাদুন্নবী (সা)। ঈদে মিলাদুন নবী (সঃ)উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও কিয়াম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ঈদে এ মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার সভাপতি আল্বহাজ জাকির হোসেন জোয়ার্দার বাবু।বিশেশ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দাখিল মাদ্রাসার ম্যনেজিং কমিটির সদস্য,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক বায়েজিদ রহমান জোয়ার্দার,ম্যনেজিং কমিটির সদস্য ইস্রাফিল মল্লিক,ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার শিক্ষক আলিনুর বিশ্বাস, খায়রুল বাসার, আব্দুর রাজ্জাক, আবু হুরাইয়া সহ অনেকে। উক্ত ঈদ এ মিলাদুন্নবী অনুষ্ঠানে দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য বীর পুত্র বায়েজিদ রহমান জোয়ার্দার বলেন বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলেই সরকারি ভাবে শেষ নবী হযরত মুহাম্মদ (সঃ) জন্মদিন পালন করা হয়। এছাড়াও তিনি বলেন বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় একটি করে মসজিদ স্থাপন করা হয়। সর্বমোট ৫৬০ টি মসজিদ তৈরি করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছিলেন।তাই সকলের আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া করবেন। উক্ত ঈদ এ মিলাদুন্নবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইসমাইল হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ আসাদুল হক। আরো উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।
Leave a Reply