পটুয়াখালীতে সুশাসনের জন্য নাগরিক(সুজন) জেলা কমিটি গঠিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পটুয়াখালী জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চার টায় “সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ” এই স্লোগান কে নিয়ে জহির মেহেরুন নার্সিং কলেজ অডিটোরিয়ামে জেলা কমিটি পুন:গঠন শীর্ষক মতবিনিময় সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্তকে সভাপতি এবং মুজাহিদুল ইসলাম প্রিন্স কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
সুজন- সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলিপ কুমার সরকার তিনি ৩৭ সদস্য বিশিষ্ট নব গঠিত এই জেলা কমিটির ঘোষণা দেন। কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দিলিপ কুমার সরকার বলেন, সুজন দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সারা বাংলাদেশে একযোগে কাজ করে যাচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত বলেন, ‘সুজন’ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার, জাতীয় শুদ্ধাচার এবং সমাজের সমস্যা সমাধানে কাজ করে আসছে। আমাদের নানান পরামর্শ এবং দাবির কারণে বেশ কিছু পরিবর্তন বিভিন্ন সেক্টরে বাস্তবায়িত হয়েছে। সাধারণ মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিল বিভিন্ন শ্রেণি পেশার গুণিজন, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সদস্যবৃন্দ।
Leave a Reply