বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যে আনুষ্ঠানিকভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মানে শিক্ষকের ভূমিকা অপরিহার্য। শ্রদ্ধেয় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে একটা সুস্থ, সুন্দর ও স্বাভাবিক সমাজ কাঠামো গড়ে উঠে। তাদের এ অবদান আমরা শ্রদ্ধায় স্মরণ করি। বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষাগুরুর প্রতি সম্মান, শুভেচ্ছা ও ভালোবাসা।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা
অদ্য ০৫.ই অক্টোবর .২০২৩ ইং বেলা ১১:০০ ঘটিকা থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার মহোদয় জেলা শিক্ষা অফিসার; চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ; চুয়াডাঙ্গা মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ; চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণকে ফুলেল শুভেচ্ছা জানান। তাদের মাধ্যমে মহান এ পেশায় নিবেদিত সকল শিক্ষকের প্রতি সম্মান জানান।
Leave a Reply