বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে। শিক্ষক শিক্ষার্থীদের আনন্দঘন মেল বন্ধনের মাধ্যমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়। বিদ্যালয় প্রাংগনে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে। এরপর শিক্ষক শিক্ষার্থীরা মিলে জাতীয় সংগীত, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এরপর অত্যন্ত আনন্দঘন পরিবেশে কেক কাটা, শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের জন্য শুভেচ্ছা উপহার প্রদান। দিনটির তাৎপর্য তুলে ধরে শিক্ষক এবং শিক্ষার্থীরা বক্তব্য তুলে ধরেন। শিক্ষকদের মধ্যে হতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস.এম শামসুদ্দিন শিক্ষকদের মর্যাদা সহ বিভিন্ন নীতি নৈতিকতামূলক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ শাহীন আল মামুন, সহকারী শিক্ষক রতন কর্মকার, আনোয়ার পারভেজ, রিফাত রিমন, গোলাম রসুল, আরিফুল ইসলাম। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে উঠার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণির প্রতিনিধি হিসাবে নুসরাত, আদিবা, জেবিন, শাবনুর বক্তব্য রাখে।
Leave a Reply