ভয়ংকর মাদক আইস সহ গ্রেফতার এক
মাদক সেবীদের মধ্যেও শ্রেণী বিভেদ সৃষ্টি হয়েছে।। গাঁজা গবিবের খাবার। খাইলে সবাই গানজূটটে বলে। গরিবের পোলা আর ধনীর দুলালের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে ধোনির বখে যাওয়া দুলালেরা গাঞ্জা ছেড়ে ইয়াবা ধরল নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য। কিছুদিন পর দেখে এই ইয়াবাও সবাই খায়।। তখন উঁচু জাতের মাদক সেবীরা খুঁজতে লাগলো নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে আধুনিক ও উচ্চ মান সম্পন্ন মাদক। সন্ধান পেল আইস নামক ভয়ংকর স্মার্ট মাদকের। এই মাদক সেবিদের যেমন হতে হয় স্মার্ট তেমনি সরবরাহকারী কেউ হতে হয় স্মার্ট।। ছবিতে দেখুন সরবরাহকারীর চুলের কি স্টাইল।।
আজ এমনই এক স্মার্ট মাদক সরবরাহকারীকে ভয়ংকর মরণঘাতী দুর্লভ মাদক আইস (মেথামপিটামিন) সহ গ্রেপ্তার করা হয়।
যার নাম
মোঃ রাজিব হোসেন খান (২৯),পিতা নাসির উদ্দিন খান, সাং-বিলবিলাস পার্ট ( দক্ষিণ বিলবিলাস), থানা -বাউফল, জেলা পটুয়াখালী।
মোঃ মহিউদ্দিন সুমন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
Leave a Reply