আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে চোরাই ০১টি স্যালো মেশিন, ০১টি পানির পাম্প এবং ০১টি পাখি ভ্যান উদ্ধার || গ্রেফতার ০৩ জন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নি:) মোঃ ইউসুফ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে
অদ্য১১ই সেপ্টেম্বর ২০২৩ ইং আনুমানিক ১১:৫৫ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন জেহলা স্টেশনপাড়াস্থ মোঃ মোক্তার হোসেন(৩০), পিং-মৃত জাহাঙ্গীরের বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সজিব(২০), পিতা-মোঃ মঙ্গল, ২। মোঃ ইমরান(১৯), পিতা-মোঃ মিনা, উভয় সাং-নতিডাঙ্গা, ৩। মোঃ মানিক হোসেন(২৪), পিতা-মৃত খলিল, সাং-জেহালা (স্টেশনপাড়া), সর্ব থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদেরকে চোরাই ১। ১টি লাল নীল রংয়ের FU CHAI কোম্পানীর DIESEL ENGINE স্যালো ম্যাশিন ও ম্যাশিনের সাথে একটি নীল রংয়ের পানিরপাম্প এবং ২। ১টি তিন চাকা বিশিষ্ট দেশীয় তৈরী ব্যাটারি চালিত পাখিভ্যান গাড়ীসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
Leave a Reply