চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের মাসিক সভা অনুষ্ঠিত হয়
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১২ই সেপ্টেম্বর ২০২৩ ইং বিকাল ৪টায় রিসো কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু। সভায় কৃষকদের অধিকার ভিত্তিক বিভিন্ন বিষয় এবং কৃষি ও কৃষকের বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন কুষক জোটের নেতৃবৃন্দ। স্থানীয়ভাবে সার,বিষ, উন্নতমানেরবীজ, সবজি ট্রেন, বজ্র নিরোধক শেল্টার প্রাপ্তী নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করেন এবং পরবর্তীতে সমস্যগুলো সমাধানে প্রয়োজনী উদ্দোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষকদের নানাবিধ সমস্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কৃষক জোটের সহ সভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দার, জীবননগর উপজেলা কৃষক জোটের সভাপতি আবুল কালাম আজাদ , সদর উপজেলার কৃষক জোটের সভাপতি এডভোকেট রবিউল হক রবি, জেলা কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলু। সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু বলেন কৃষকদের একতা হতে হবে ।কৃষকের ঐক্য গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষকজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাজাহান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন রিসো‘র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আঃ সাত্তার জেলা কৃষক জোটের সদস্য মোঃ ইয়াকুব আলী জোর্য়াদ্দার,সাইফুল ইসলাম, সোহানুর রহমান, আপিল উদ্দিন, আতিয়ার রহমান, জহুরা বেগম, ইমান আলী, পদ্মবিলা ইউনিয়ন সভাপতি আঃ জব্বার কুমারি ইউনিয়ন সভাপতি আঃ মালেক দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত “চাষাবাদ” প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান, মনিটরিং অফিসার দারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার চুমকি খাতুন ফিল্ড অর্গানাইজার সধন কর সহ প্রমুখ ।
Leave a Reply