র্যাবের অভিযানে দৌলতপুর থেকে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার-০১
দৈালতপুর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া //
র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার দৌলতপুরে এক অভিযান পরিচালনা করে ১৮৫ বোতল ফেনসিডিল এবং ০২ কেজি গাঁজাসহ মাসুদ রানা (৩৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
রবিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের পিয়ারপুর গ্রাম উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালীন সময়ে তার মাসুদ রানার সাথে থাকা মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড, ০১টি মটর চালিত ভ্যান ও নগদ ১৬৯৫ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা মেহেরপুর জেলার গাংনীর লক্ষীনারায়নপুর বিলধলা এলাকার মোঃ মারফত মন্ডলের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে ; প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন যাবৎ সে লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে ও মটর চালিত ভ্যানের মাধ্যমে মাদক ফেনসিডিল এবং গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব উল্লেখ করেন, এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, বদ্ধপরিকর। র্যাব-১২-কে তথ্য দিন: মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Leave a Reply