বেড়ায় প্রেমিকার ফোন পেয়ে দেখা করতে গিয়ে লাশ হলেন স্কুল পড়ুয়া ছাত্র।
বেড়া, পাবনাঃ পাবনার বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামে প্রেমিকার বাড়িতে মধ্যরাতে ফোন পেয়ে দেখা করতে গিয়ে লাশ হলেন। শ্রী বিকাশ হালদার (১৩ নামের এক স্কুল পড়ুয়া ছাত্র। সে বেড়া পৌর মহল্লার বনগ্রামের শ্রী ধনী হালদারের ছেলে। গতকাল বুধবার রাত ১২ টায় ফোন পেয়ে দেখা করতে যান গেলে জেরিনের পরিবারের সদস্য রা তাকে ঘরে ভিতরে আটকে নির্যাতন করে পিটিয়ে হত্যা করেছে। বিকাশের পরিবারে দাবি। মডেল থানা ও এলাকাবাসির সূত্রে জানা যায়, বিকাশ হালদার ও মোছাঃ জেরিন আক্তার বেড়া বি বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তারা একই ক্লাসে পড়ার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পক গড়ে উঠে। দুইজন দুই ধর্মের হওয়াই এ সম্পর্ক নিয়ে মনমনা চলছিল। এক পযায়ে জেরিন এ সম্পক থেকে বের চেষ্টা করছিল । বুধবার গভীর রাত্রের ১২ টার সময় বিকাশ হালদার বেতবাড়িয়ার জাকির হোসেন এর বাড়িতে জেরিন এর সাথে দেখা করতে যায়। এ সময় জেরিন প্রেমের সম্পক প্রত্যাখান করে। সকালে ওই বাড়ির একটি ঘরের গ্রীল এর সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।এ ব্যাপারে বিকাশ হালদারের পিতা শ্রী ধনী হালদার জানান, তার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।জরিন জানায়, রাতে শ্রী বিকাশ হালদার আমার ঘরে এসে প্রেমের সম্পকে ফিরে আসার কথা বললে আমি তার প্রস্তাব প্রত্যাখান করি। এ সময় সে নানা তালবাহানা শুরু করে। আমি তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে পরি। ভোরে গ্রীলের সাথে গলায় ফাস দেওয়ায় অবস্থায় বিকালকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন সহ পাঠি জানায় প্রকাশ আর জেরিন ২ বছর হল তাদের সম্পক চলছে কাল ও তারা স্কুলে এসেছিল রাতে শুনতে পেলাম তাকে হত্যা করেছে। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। মডেল থানা পুলিশ , খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য পাবনা মর্গে পাঠায়েছে । বেড়া মডেল থানার ওসি হাদিউল ইসলাম বলেন, ময়না তদন্ত রিপোট পাওয়ার পর আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে। ঁছবি সহ।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা প্রতিনিধি ।
তারিখ ১৮/১০/২৩”ইং
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
Leave a Reply