খুলনা দিঘলিয়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন উপজেলা প্রশাসন। জাহিদ হোসেন ,স্টাফ রিপোর্টার, মুক্তিযোদ্ধা টিভি। খুলনা দিঘলিয়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন উপজেলা প্রশাসন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন যথাযোগ্য মজাদার সাথে পালন করিয়াছেন। শেখ রাসেল দিবস উপলক্ষে খুলনা দিঘলিয়া উপজেলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্কুলের ছাত্র-ছাত্রী মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার ১৮ অক্টোবর ২০২৩ সকাল ১১ঃ০০ টার সময় উপজেলার মিটিং রুমে আয়োজিত হয়। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রেস করেন মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শেদী এমপি। তিনি বলেন আজকে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে যে প্রতিপাদ্য বিষয় রয়েছে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়”। এ প্রতিপাদ্য বিষয়ে শেখ রাসেলের মত পৃথিবীর সকল শিশুদের প্রতিচ্ছবি দেখতে পান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব খান মাসুম বিল্লাহ বলেন শেখ রাসেল ১১ বছর বয়সে জাতির পিতার সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়াছেন। আমরা বিভিন্ন ভিডিও চিত্রে দেখেছি যে তার অংশগ্রহণ কতটা সাবলীল এবং স্মার্ট ভাবে পিতার সাথে ছিলেন। শেখ রাসেলের ভিতরে কোন ভয় ছিল না। এ ধরনের চিন্তাভাবনা গুণের পরিচয় সবার মধ্যে আসলে এটা দেখা যায় না। আমরা অনেকেই অনেক জায়গায় গিয়ে ভয়ে বিব্রত হয় পড়ি। আমরা শেখ রাসেলের চারিত্রিক দিকগুলো যদি একটু বিবেচনা করি তাহলে আমরা এমন গুণের শিশু খুঁজে পাবো না। উপজেলার চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম বলেন আমি মনে করি যে শেখ রাসেল দিবস বিশ্বের যত বঞ্চিত শিশু রয়েছে তাদের যে মানবাধিকার লঙ্কিত হচ্ছে, সেসব বঞ্চিত মানবাধিকার লঙ্কিত শিশুদের মানবাধিকার ফিরিয়ে আনার প্রতীক হোক আমাদের সেই ছোট্ট শেখ রাসেল। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জনাব রিপন কুমার সরকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচ্চা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মমতাজ শিরীন ময়না, উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা জনাব মোঃ মাহবুব আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মাহফুজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মাসুদা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব বিপাশা তনু প্রমূখ।
Leave a Reply