চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। সভাপতি এম জেনারেল ইসলাম এবং সাধারণ সম্পাদক রিপন মন্ডল নির্বাচিত।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২১শে অক্টোবর ২৩ইং শনিবার সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পযন্ত শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাত ২.০০ শেষে খবর পাওয়া পযন্ত কুড়েঘর প্রতিক নিয়ে ১৯৪০ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম জেনারেল।তার নিকটপ্রতিদ্বন্দ্বি চেয়ার প্রতিকের টোকন আলী পেয়েছে ৪৮৩ ভোট।১৮৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতিকে মোঃ রিপন মন্ডল বিজয় হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হারিকেন প্রতিকের মোঃজাহাঙ্গীর আলম পেয়েছেন ২৫৭ ভোট।আনারস প্রতিকের মোঃআসলাম আলী পেয়েছেন ৩২১ ভোট।এর আগে চুয়াডাঙ্গা শহরতলী দৌদতদিয়াড়ের তামাসিন নূর কমিউনিটি সেন্টারে ১২ টি বুথে বিরতীহীন ভাবে গোপন ব্যালটে ভোট গ্রহন শুরু হয়। ভোট শেষে রাত ১.০০ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড়ভকেট মোঃ সেলিম উদ্দিন খান সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর ফলাফল ঘোষণা করেন।
Leave a Reply