আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে চোরাই মালামাল উদ্ধার।।গ্রেফতার ০৪(চার) জন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে এসআই(নি:) মোঃ তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় লোকজনের সহায়তায় আলমডাঙ্গা থানা এলাকায় কিলো-৪ ডিউটি করাকালে
অদ্য ২৩শে সেপ্টেম্বর ২০২৩ইং সন্ধ্যা আনুমানিক ৬:৩৫ ঘটিকায় আলমডাঙ্গা পৌরসভাধীন মহিলা ডিগ্রী কলেজের পূর্ব পাশে মেইনগেইটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ০৪(চার) জন ব্যক্তিকে ০১টি টিভি ও ০৩টি সিলিং ফ্যানসহ আটক করে।আটককৃত আসামীরা হলো ১। মোঃ জাহাঙ্গীর হোসেন(২৪), পিতা-মৃত আঃ মালেক, সাং- রাধিকাগঞ্জ, ২। মোঃ শাহাদত ইসলাম শাওন(২১), পিতা-সজল ইসলাম, সাং-গোবিন্দপুর কাহারপাড়া, ৩। মোঃ রাব্বি(২০), পিতা-হানেফ, সাং-বাঁশবাড়ীয়া, বর্তমান সাং-বাবুপাড়া, ৪। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু হৃদয়(১৪), পিতা-মৃত তোফাজ্জেল, সাং-রাধিকাগঞ্জ, সর্ব থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা।
গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ও অন্যান্য আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু হয়।
Leave a Reply