চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলা বন্ধু তরুণ সমাজ কল্যাণ সংস্থার বিদেশ ফেরত সেচ্ছাসেবীদের সংর্বধনা দেওয়া হয়।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলা বন্ধু তরুণ সমাজ কল্যাণ সংস্থার বিদেশ ফেরত সেচ্ছাসেবীদের সংর্বধনা দেওয়া হয়।
চাঁদপুর হাইমচরের ভিঙ্গুলিয়া গ্রামের সেচ্ছাসেবী সংগঠন বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের বিদেশ ফেরত অতিথিদের সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪ নভেম্বর শনিবার বিকালে বন্ধু তরুণ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা সুলতান বেগ, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন হেলাল গাজী,ফারুক পাটওয়ারী, জয়নাল পাটওয়ারী,স্বপন খান, সোহেল আখন, তুহিন,দেলোয়ার হোসেন সহ প্রমুখ।
প্রধান উপদেষ্টা আলাউদ্দিন পাটওয়ারী, বাবুল রাড়ীর,ডা: সুমন গাজী, আন্নাজ,শরীফ আখন সুমন,নোমান,শাকিল,সোহেল, সোহাগ,হাসান ইয়াজিন,রিয়াদ নাসির এর সুপরামর্শে প্রতিষ্ঠাতা শামিম হোসেন ভূইয়ার পরিচালনায় ও সেকেক্রারী সৈকত পাটওয়ারী এর তত্বাবধানে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় আরো উপস্থিত ছিলো,মামুন গাজী,আল আমিন গাজী, নাজমুল, রিয়াদ ফয়সাল হোসেন তারেক।
বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রতি বছর ইফতার ও গরু কোরবানি দিয়ে অসহায়দের মাঝে বিতরণ করা হয়, এছাড়া এই সংগঠন এর পক্ষ থেকে বিভিন্নরকম সামাজিক ও যুবকদের মাদক থেকে দূরে রাখতে সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়।
Leave a Reply