পটুয়াখালীতে শ্রমিক লীগের মানববন্দন অনুষ্ঠিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা মো. খলিলুর রহমানসহ ৪ জন শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুঁইয়া, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গনি হাওলাদার, কাউন্ডিলর মো. জাহিদ সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাড. রিফাত হাসান সজুব, জেলা ছাত্রলীগের তানভীর হাসান আরিফ, সহ-সভাপতি হৃদয় আশিষ, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম গাজীসহ শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী।
প্রকাশ, গত ২৯ অক্টোবর বিএনপির ৩ দিন অবরোধের প্রথমদিন শ্রমিক লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, শ্রমিক লীগ নেতা মো. রুবেল, টিপু প্যাদা ও সাঈদ সিকদারকে আসামী করে মামলা দায়ের করে। বক্তারা মিথ্যা মামলার প্রতিবাদ করে তা প্রত্যাহার করার দাবী করেন এবং বিএনপির তৃতীয়বার আহুত অবরোধে রাজপথে থাকার জন্য শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
Leave a Reply