বিএনপির অবরোধের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী জেলা যুবলীগ।
বুধবার ( ৮ নভেম্বর ) সকালে পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহেলের নেতৃত্বে জেলার পৌরসভা চত্তোর থেকে বিশাল জন আন্দোলন গড়ে ওঠে যা জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে মহাসড়কের ফতুল্লা বাজার অব্দি এই মিছিল প্রদক্ষিন করে এসে আবার পৌরসভা চত্তরে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ এক ঝাক যুবলীগের তরুন ও প্রবীন মুখ উপস্থিত ছিলেন।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। হরতাল শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। বিএনপি নির্বাচনে বানচালে নাশকতা করতে চায় জানিয়ে আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।
Leave a Reply