চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মরকলিপি প্রদান
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১২ই নভেম্বর ২৩ইং সকাল ১১.০০ঘটিকায় সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে পুলিশ সদস্য কে নির্দয় হত্যা, বিচারপতির বাসভবন ভাঙচুর, সাংবাদিকদের মারধর, পুলিশ, আনসার সদস্য আহত কারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার
আহবায়ক,খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার
,যুগ্ন আহবায়ক
আবু হাসেম,যুগ্ন আহবায়ক জাকির হোসেন.যুগ্ন আহবায়ক বায়েজিদ রহমান জোয়ার্দার, সদস্য সচিব বখতিয়ার হোসেন জোয়ার্দার,জেলা কমিটির সদস্য কাজী আমিরুল ইসলাম কাছেদ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আহবায়ক আকরামুল হক কামাল,সদস্য সচিব শাজাহান আলী, চুয়াডাঙ্গা প্যৌর আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব জসিম উদ্দিন নিয়তি।আলমডাঙ্গা উপজেলা আহবায়ক প্রিন্স নেছার আহমেদ, সদস্য সচিব সেন্টু, দামুড়হুদা উপজেলা আহবায়ক কামাল উদ্দিন শান্টু, যুগ্ম আহবায়ক ইকবাল রেজা,যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব ইদ্রিস আলী সহ অনেকে। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক আলিফ জোয়ার্দার।
প্রধান অতিথি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, প্রথমেই আমার সশ্রদ্ধেয় সালাম গ্রহন করুন। আপনি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী মানবতার মা, উন্নয়নের কারিগর বাংলাদেশের জনগণের ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের একমাত্র ভরসার জায়গা এবং আশ্রয়স্থল। আপনার কাছে আমাদের বিনীত আবেদন, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য হত্যাকারী, বিচারপতির বাসভবন ভাঙচুর,শতাধিক পুলিশ আহত,পুলিশ হাসপাতালে অগ্নি সংযোগ ও ৩১ জন সাংবাদিকদের কে মারধরের প্রতিবাদ/নিন্দা ও খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানাচ্ছি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক বায়েজিদ রহমান জোয়ার্দার বলেন ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে যারা দেশকে ধ্বংস করতে চায় তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করুন, তারা আবারও অগ্নি সন্ত্রাসে ও মানুষ হত্যায় মেতেছে। তাদেরকে প্রতিহতের দাবি জানাচ্ছি। দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে দেশ মহা সংকটে নিমজ্জিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বীর মুক্তিযোদ্ধা পরিবার দাবি জানাচ্ছি, দেশ বিরোধী সন্ত্রাসীদের কে কঠোর হস্তে দমন করুন ও দ্রুত সময়ের মধ্যেই সংবিধানের আইন অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আমাদের দাবি, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্যকে হত্যা মামলার আসামীদের কে দ্রুত গ্রেফতার ও বিশেষ ট্রাইবুনালে অতি দ্রুত বিচার করার ব্যবস্থা গ্রহন করুন।
উক্ত মানববন্ধন শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ করে এবং প্রধানমন্ত্রী বরাবর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করে।
Leave a Reply