খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরালেন ডিআইজি খুলনা রেঞ্জ ।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১৫ নভেম্বর, ২০২৩ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কনফারেন্স রুমে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়। এ সময় ডিআইজি মহোদয় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পরে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা গণও ডিআইজি খুলনা রেঞ্জ মহোদয়কে ফুল দিয়ে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ, রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণদের স্পাউস’গণ।
Leave a Reply