আজ সাবেক এম.পি এডভোকেট আব্দুল লতিফের ২২ তম মৃত্যুবার্ষিকী
———————-
মোঃ রেজাউল করিম. আজ ব্রাহ্মণবাড়ীয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত সপ্তম জাতীয় সংসদের সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল লতিফ এর ২২ তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৫১ সালে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে জন্মগ্রহন করেন এবং ২০০১ সালের ১৭ নভেম্বর অসুস্থ অবস্থায় মৃত্যুবরন করেন। তিনি নবীনগর পৌরসভা ও নবীনগর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। বর্নাঢ্য রাজনীতিক জীবনে তিনি নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(১৯৯১), সভাপতি (১৯৯৭) ও জেলা ছাত্রলীগের সভাপতি (১৯৭৩-৭৭) ও সাধারণ সম্পাদক (১৯৬৭-৭২)এর দায়িত্ব পালন করেন
এছাড়াও মহান মুক্তিযুদ্ধের বি.এল.এফ/মুজিব বাহিনীর জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে দেশ স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এবং নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছেন।আজ শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply