চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার সাথে কৃষক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২৯ শে নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় রিসো চাষাবাদ প্রকল্পের আওতায় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার সাথে কৃষক জোটের মতবিনিময় সভা চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো’র আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মো: সাইফুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম ও জেলা কৃষক জোটের সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিসো’র চাষাবাদ প্রকল্পের সমন্বয়কারী মসিয়ুর রহমান। এরপর মানসম্মত বীজ নিশ্চিত করণে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা কৃষক জোটের সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কৃষক জোটের সহ-সভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দ্দার ও সদস্য জাহানারা খাতুন। সদর উপজেলা কৃষক জোটের সদস্য শেফালী খাতুন। পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোট সভাপতি আব্দুল জব্বার। আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক সামসুল আলম ও সদস্য আল-ইমরান এবং শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক জোটের সদস্য আ: হান্নান। প্রধান অতিথি জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মো: সাইফুল ইসলাম বলেন যে, বর্তমান সরকার কৃষি সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। মানসম্পন্ন বীজ ও মানসম্পন্ন কৃষিসেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। আপনারা বীজ সংক্রান্ত যেকোন সমস্যা ও ক্রুটিযুক্ত বীজের প্যাকেট ও ক্রয়কালীন ক্যাশ মেমোসহ অভিযোগ দাখিল করলে আমি সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসো চাষাবাদ প্রকল্পের প্রোগ্রাম আসমা হেনা চুমকী। সার্বিক সহযোগিতা করেন, ফিল্ড অফিসার সাধন কুমার কর ও মামুনুর রশিদ।
Leave a Reply