চুয়াডাঙ্গায় ১ আসনের সাতজন ২ আসনে ছয় জন প্রার্থিতা বৈধ ঘোষণা
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্ধিতা লক্ষ্যে চুয়াডাঙ্গায় মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জেলার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ 20 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। চুয়াডাঙ্গার অফিসার ও জেলা প্রশাসক ডঃ কিসিঞ্জার চাকমা তার কার্যালয়ে মিলনায়
অদ্য ৪ঠা ডিসেম্বর২৩ইং সকাল ১১ টায় প্রার্থী সহ সকল শ্রেণীর পেশার মানুষের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন ও ঘোষণা দেন। চুয়াডাঙ্গা ১ আসনে সাতজন ২ আসনে ছয় জন বৈধ হন। চুয়াডাঙ্গা ১ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন মনোনয়নপত্র যাচাই বৈধ হন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সোলাইমান হক জোয়ার্দার ছেলুন,জাতীয় পার্টির এডভোকেট সোহরাব হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী জাকের পার্টির মোঃ সালাম উদ্দিন, স্বতন্ত্র দিলীপ কুমার আগরওয়ালা, এম এ রাজ্জাক খান, এম শহিদুর রহমান চুয়াডাঙ্গা ১ আসনের বাতিল প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন. তাইজাল হক, শামসুল আবেদীন, চুয়াডাঙ্গা 2 আসনের দশ জন প্রার্থীর মধ্যে ৬ জন মনোনয়ন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগর টগর জাতীয় পার্টির রবিউল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী জাসদ ইনু দেওয়ান মোহাম্মদ ইয়াসিন উল্লাহ জাকের পার্টির আব্দুল লতিফ খান স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হাশেম রেজা ২ আসনের বাতিল প্রার্থী মির্জা শাহারিয়া মাহমুদ, নুর হাকিম,নজরুল মল্লিক,আব্দুল মালেক মোল্লা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ডঃ কিসিঞ্জার চাকমা বলেন প্রার্থীদের মনোনয়নপত্র দেয়ার তথ্য ভুল ঋণ খেলাপি সহ যুক্তিযুক্তির কারণে এসব প্রার্থিতা যাচাই-বাছাই টিকতে পারে নাই। তবে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ আছে।
Leave a Reply