আজ ৮’ই ডিসেম্বর পটুয়াখালী পাক হানাদার মুক্ত দিবস
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও সবসময় স্বাধীনতার পক্ষে থাকার শপথ গ্রহণ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম, সুন্দরম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, পটুয়াখালী খেলাঘর আসর।
গতকাল ৭ ডিসেম্বর সন্ধ্যায় পটুয়াখালী বিজয় স্তম্ভে প্রদীপ উজ্জ্বল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃআফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান,মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স,পটুয়া খেলাঘর আসরের সহ-সভাপতি নীনা আফরিন, মাহফুজা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর মুক্তিবাহিনী চারদিক থেকে পাক হানাদারদের ঘিরে ফেললে ৭ তারিখ রাতে পটুয়াখালী শহর থেকে একটি লঞ্চযোগে তারা পালিয়ে যায়।
এরপর ৮ তারিখ সকালে এসে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হায়দার, এর পর মুক্ত ঘোষণা করা হয় পটুয়াখালী জেলাকে।
Leave a Reply