লালমনিরহাটে প্রেমিকার বাসায় প্রেমিক বিষ পানে মৃত্যু।
মোঃ ওসমান গনি বাবু
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায়।বিয়ের দাবীতে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে দুলু নামে এক প্রেমিক। শনিবার সকালে এমন ঘটনাটি ঘটেছে।
স্থানীয় লোকজন জানান, ওই এলাকার আব্দুল আজিজের পুত্র দুলু (১৮)’র সাথে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সর্ম্পক ছিলো। তারা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের। শুক্রবার মধ্য রাতে ওই মেয়ে বাড়িতে বিয়ের দাবীতে যায় দুলু। কিন্তু বাড়িতে মেয়েকে না পেয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন দুলু। পরে তাকে এলাকার লোকজন উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
Leave a Reply