কৃষকের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিকট দাবীনামা প্রদান করা হয়
চুয়াডাঙ্গা পতিনিধঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২০শে ডিসেম্বর ২৩ইং বেলা ১১ টায় আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের পক্ষ থেকে সকল ফসলের মাঠে বজ্রপাতকালীন আশ্রয়কেন্দ্র ও টিউবয়েল স্থাপনের দাবীতে চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের গরীব রুহানি মাসুম এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ভাইস চেয়ারম্যান দাবীনামা গ্রহন করেন এবং সমস্যা সমাধানের আশ^াস দেন। তিনি আরো বলেন ‘‘ কৃষকের যদি কোন সমস্যা থাকে তাহলে আমাকে জানালে আমি সেটা তাৎক্ষনিক ব্যবস্থা নেব”। দাবীনামা প্রদানের সময় আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের সভাপতি ছানোয়ার হোসেন, সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক সামসুল আলমসহ জোটের অন্যান্য সদস্যবৃন্দ। রিসো’ র চাষাবাদ প্রকল্পের প্রোজেক্ট অফিসার মসিয়ুর রহমান, প্রোগ্রাম অফিসার আসমা হেনা চুমকী ও ফিল্ড অফিসার সাধন কুমার কর।
Leave a Reply