বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা
আগামী ৭ জানুয়ারি ২০১৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর ১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী পক্ষে দিন ব্যাপী প্রচার-প্রচারণা গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার মির্জা নাহিদ আক্তার বন্যা। গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত দিন ব্যাপী উপজেলায় বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পক্ষে গণসংযোগ, নেতাকর্মীদের সাথে মত বিনিময়, পথসভা ও অসাধারণ ভোটারদের কাছে ভোট চান তার সহধর্মিনী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি। উপজেলা আওয়ামীলীগ অফিসে অঙ্গ সহযোগী সংগঠনের সাথে নির্বাচনে আলোচনা, টিটা গণসংযোগ, শিকারপুর বাজারে পথসভা, গোপালপুর বাজারের নৌকার অফিসে নির্বাচনী সভা,কুচিয়াগ্রাম বটতলার পাশে ইটভাটায় শেখ আকরামুজ্জামান কুয়েতি ব্যক্তিগত অফিসের নেতাকর্মীর সাথে নির্বাচনী মতবিনিময়,দিকনগর বাজারে গণসংযোগ, সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদের বাড়িতে দিক নির্দেশনা মূলক আলোচনা, ও পরিশেষে জয়দেবপুর বাজারে কেন্দ্র কমিটি আয়োজনে আলোচনা সভা করেন। উক্ত প্রচার প্রচারণা গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, পৌর মেয়র আলী আকসার ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেখ আকরামুজ্জামান কুয়েতি,পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আসাদ মাস্টার,আলফাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম,গোপালপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এনামুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার ইসলাম টিটো,পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভার নেত্রী মনোয়ারা সালাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকারী সদস্য তারিকুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী নেত্রী ও প্রেসক্লাব আলফাডাঙ্গা সহ-সভাপতি সৈয়াদা নাজনীন প্রমুখ।
Leave a Reply