মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ঃ
এস এম রাসেল, চাঁদ পুর ঃ
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে শনিবার(২৩ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পুলিশ সুপার উপস্থিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধে রাজারবাগ পুলিশ লাইন্সে সকল শহীদসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।
এসময় তিনি পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)রাশেদুল হক চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার (রিভার)শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)পংকজ কুমার দে, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল)রিজওয়ান সাঈদ জিকুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
####
এস এম রাসেল, চাঁদপুর
Leave a Reply