বেড়া থানার এ.এস.আই আনোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানব বন্ধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, মুক্তিযোদ্ধা টেলিভিশন
পাবনার বেড়া মডেল থানার এ.এস.আই আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বেড়া বাজার পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন করে বেড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
বেড়া পৌর এলাকার ব্যবসায়ী রাকিবুল হক ওলির কাছ থেকে পুলিশের এ.এস.আই চাঁদা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাকে জোর করে মাদক ও অস্ত্র ব্যবসায়ী সাজিয়ে মোটা অংকের টাকা চাদা দাবি করে আনোয়ার।
জানা গেছে, বুধবার দিনে ও দিবাগত রাতে আনোয়ার ওলির টাইলসের দোকানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন । এ সময় দোকানের কর্মচারি রাজিব কে হেনস্তা করা হয়। তাকে জোর পুর্বক আটক করে থানায় নিয়ে যায়। রাজিব বলেন, আমাকে ভয়ভীতি দেখিয়ে মালিক কে হাজির করতে বার বার চাপ দিতে থাকে । ৬ ঘন্টা আমাকে বেড়া থানায় আটকে রাখে আমাকে গালমন্দ করে । তার পরে ওলিকে থানায় হাজির হতে বলে না হলে তাকে মাদক দিয়ে ফাসাবে বলে হুমকি দেয়। ৫ লক্ষ টাকা নিয়ে আসতে বলে। রাকিবুল হক ওলি বলেন বুধবার সকালে আমাকে ফোন দিয়ে থানায় দেখা করতে বলে আমি জানতে চাই কেন আমাকে বলে তুই মাদক ব্যবসায়ী আমি তোকে থানায় নিয়ে যাব। কিন্তু সে আজে বাজো কথা বলতে থাকে আমি নিষেধ করি এতে সে আমাকে
খারাপ ভাষায় গালিগালাজ করে আমি মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিলে সে আমার বাবা কে নিয়েও আজে বাজে মন্তব্য করে । আমাকে দেখা করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। না হলে মাদক ও অস্ত্র মামলা দিয়ে ফাঁসাবে ও পিটিয়ে রাস্তায় ফেলে রাখবে বলে হুমকি দেয়। আইনের পোশাক পরে এতো ক্ষমতার অপব্যবহার করছে সে, ঘুষের টাকা নিতে কাউকে পরোয়া করে না আনোয়ার।
বেড়া সার্কেল আবুল কালাম আজাদ, বলেন অভিযোগ পেয়েছি , তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে । আনোয়ার হোসেন মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।
Leave a Reply