আলফাডাঙ্গায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আলফাডাঙ্গা প্রতিনিধি:
রাজু আহমেদ
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় নওয়াপাড়া গ্রামে মৃত্য শ্রীশ চন্দ্র ঘোষের ছেলে রবিন্দ্রনাথ ওরফে রবি ঘোষ (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ । রবিবার দিনগত রাতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আটক করে।
পুলিশ সোমবার(২৫ ডিসেম্বর ) সকালে মাদক ব্যবসায়ী রবি ঘোষকে আদালতে সোপর্দ করেছে ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রবি ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই আকবর আলী ভুঁইয়া জানান,অবৈধ মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় করা ও নিজ হেফাজতে রাখার অপরাধে আটক করা হয়েছে।
এ বিষয় জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মাদক ব্যবসায়ী রবি ঘোষকে মাদকসহ ধরা হয়েছে।মামলা হয়েছে,কোর্টে ও চালান করা হয়েছে।
Leave a Reply