অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে, সাতক্ষীরা ডিবি পুলিশ।
দেবহাটা প্রতিনিধ
শামীম হোসেন
📝আটককৃত আসামের নাম মোঃ শিমুল হোসেন(৩২), পিতা-মৃত শহীদ আলী, মাতা-মর্জিনা বেগম, সাং-দূর্গাপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
ডিবি পুলিশ জানায়,জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী র দিক নির্দেশনা মোতাবেক পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার(আলফা -টু) সজীব খানের তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির এসআই পিন্টুলাল দাস, এএসআই হারুন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া থানাধীন কাজিরহাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজন্ট ব্যাংক এর সামনে থেকে ৩ কেজি গাঁজা সহ মোঃ শিমুল হোসেন(৩২) কে আটক করেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটককৃতের নামে ডিবি পুলিশ বাদী হয়ে কলারোয়া থানার একটি মামলা হয়েছে।মামলা নং-১৫ , তারিখ- ২৫/১২/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২tttt০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯(ক) এর একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। ওসি ডিবি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply