পটুয়াখালীতে যুবলীগ নেতার আয়োজনে জাপার নির্বাচনী প্রচারণা ও মিছিল
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালী জেলা যুবলীগের নেতা এ্যাডভোকেট আরিফুজ্জামান রনির আয়োজনে জাপার নির্বাচনী অফিস উদ্বোধন ও গন সংযোগ করেছে পটুয়াখালী-১(পটুয়াখালী-মির্জাগঞ্জ-দুমকী) সংসদীয় আসনের জোটের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
মঙ্গলবার(২৬ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম এ্যাড. মো. শাহজাহান মিয়ার নির্মানাধীন বাসার সামনে থেকে জেলা যুবলীগের সাবেক আহবায়ক এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি আয়োজিত নির্বাচনী প্রচারনা মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট এলাকা হয়ে কাটপট্টিস্থ লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রধান অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ মিছিলের অগ্রভাগে ছিলেন লাঙ্গল প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ও জেলা যুবলীগের সাবেক আহবায়ক এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি। মিছিলে শত শত নারী- পুরুষ অংশগ্রহন করেন। এর আগে জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আরিফুজ্জামান রনির নেতৃত্বে লাঙ্গল মার্কার নির্বাচনী ক্যাম্প অফিস ফিতা কেটে উদ্বোধন করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার।
Leave a Reply